শিরোনাম
নিউইয়র্কের বিলাসবহুল উপকূলে উদ্যোক্তা তরুণীর রহস্যজনক মৃত্যুরাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি, টি-বাঁধে চলাচল বন্ধশেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলামার্কিন রাষ্ট্রদূতকে সংস্কার ও নির্বাচন নিয়ে অবস্থান জানাল এনসিপির‍্যাব বিলুপ্তি নিয়ে চিন্তা করছি না, এটি সরকার দেখবে: ডিজিএমসি কলেজ ছাত্রদলের সভাপতি সামি, সম্পাদক জুনেদম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা বেড়ে একলাফে ৫ লাখ টাকা, অপরাধ কমে দ্রুত বিচারের আশাএভারেস্টে ভিড়, অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ ফি ছাড়াই উন্মুক্ত করল নেপালইলিয়াস আলীকে যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব: ছাত্রদল সভাপতিগোপালগঞ্জে স্কুলে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে মামলা

পদ স্থগিত হওয়া বৈষম্যবিরোধী নেতা মারযুক ডাকাতি মামলার আসামি

পদ স্থগিত হওয়া বৈষম্যবিরোধী নেতা মারযুক ডাকাতি মামলার আসামি

Ajker Patrika

পদ স্থগিত হওয়া বৈষম্যবিরোধী নেতা মারযুক ডাকাতি মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২১ জুন ২০২৫, ০০: ০৯

Photo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির পদ স্থগিত থাকা যুগ্ম সদস্যসচিব মো. মারযুক আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির পদ স্থগিত থাকা যুগ্ম সদস্যসচিব মো. মারযুক আব্দুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ঘটনায় মামলা হয়েছে। পটুয়াখালীর দুমকি থানার উপপরিদর্শক নুরুজ্জামান বাদী হয়ে ৬ জুন মামলাটি করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। এর আগে জুলাই আন্দোলনের ঘটনা উল্লেখ করে মামলা-বাণিজ্য করার অভিযোগে গত ২২ মে মারযুকের পদ স্থগিত হয়।

দুমকি থানার মামলা সূত্রে জানা গেছে, বরিশাল-পটুয়াখালী সড়কের পায়রা সেতুর টোল প্লাজায় ৬ জুন তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ। এ সময় দুটি মোটরসাইকেলে ওই ব্যক্তিরা কিছু দূরত্ব বজায় রেখে চালাচ্ছিলেন। চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে সামনের মোটরসাইকেল চেকপোস্টে রেখে আরোহী তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় শিপন ও মামুন নামের দুজনকে ধরে ফেলে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি ইলেকট্রিক শক ডিভাইস, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, পালানো তরুণের নামক মারযুক আব্দুল্লাহ। তাঁরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তাঁরা বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনকে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মারযুক আব্দুল্লাহকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মারযুক আব্দুল্লাহ উল্টো হুমকি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের সাংবাদিকেরা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। দুমকি পুলিশের সঙ্গে আমার মীমাংসা হয়ে গেছে।’

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময়ে হামলার শিকার দাবি করে গত ৯ মে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন মারযুক। ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ বরিশাল ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিসহ ২৪৭ জনকে আসামি করা হয়। ৯ মাস আগের ঘটনা দেখিয়ে প্রশ্নবিদ্ধ মামলা এবং এ নিয়ে বাণিজ্যের অভিযোগ ওঠায় তাঁর পদ স্থগিত করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button