শিরোনাম
যাদুকাটা ২ বালুমহাল ইজারাদারকে বুঝিয়ে দিয়ে বালু উত্তোলন শুরুসোনাগাজি-মিরসরাইয়ে ৫০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জোর তৎপরতা‘প্রতিশোধ নয় বরং দয়া ও ক্ষমাই হলো সিরাতের প্রকৃত শিক্ষা’শিবিরকে শুভেচ্ছা জানানো সেই পোস্ট মুছে ফেলল পাকিস্তানের জামায়াতে ইসলামীপ্রিয় জেন-জেড সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠিআমিরাতকে সহজেই হারাল ভারত – ক্রাইম জোন ২৪জাকসু নির্বাচন বৃহস্পতিবার, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফলবাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করে খুন হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ নিহত ২দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
জেলার খবর

শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা

শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩২ বছর শিক্ষকতা করার পর এক শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়-সংবর্ধনা দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবিরকে এই রাজকীয় বিদায় জানানো হয়।

বিদায়ী শিক্ষককে ঘোড়ার গাড়িতে তুলে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিটঘর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদায়ী শিক্ষক হুমায়ুন কবিরকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শোভাযাত্রার আগে বিদায়ী শিক্ষক হুমায়ুন কবিরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী সাজেদুল ইসলাম পলাশ বলেন, “হুমায়ুন কবির স্যার খুবই ভালো মানুষ ছিলেন। লেখাপড়ার পাশাপাশি জীবন-দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম অনুযায়ী আমাদেরকে শিক্ষা দিতেন তিনি।”

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “১৯৯৩ সাল থেকে এই প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সঙ্গে ৩২ বছর বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমাদের সঙ্গে তাঁর এই দীর্ঘ পথচলা। আজ বিদায় নিলেন আমাদের প্রিয় সহকর্মী। তিনি ছিলেন পরামর্শদাতা ও পথচলার সাথি। তাঁর সুস্থতা ও সুন্দর জীবনের জন্য সবার দোয়া কামনা করছি।”

বিদায়ী শিক্ষক হুমায়ুন কবির বলেন, “১৯৯৩ সাল থেকে এই বিদ্যালয়ে আছি। আজ আমার শেষ কর্মদিবস। প্রিয় জায়গা ছেড়ে যেতে হচ্ছে। এ রকম বিদায় আমাকে অভিভূত করেছে। সবার ভালোবাসা ও শ্রদ্ধার কারণেই আজকের এই দিন সম্ভব হয়েছে। সবাই দোয়া করবেন অবসর সময়টা যেন পরিবারকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারি।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল করিম বলেন, “এ রকম রাজকীয় বিদায় শুধু আমাদের প্রতিষ্ঠানের এটিই প্রথম। বলতে গেলে বিদ্যালয়ের ইতিহাস হয়ে থাকবে। সেই সঙ্গে এ অঞ্চলের শিক্ষাঙ্গণের জন্যও একটি গৌরবের দিন। একজন প্রকৃত শিক্ষক মানুষের হৃদয়ে কীভাবে স্থান করে নিতে পারেন, আজকের এই আয়োজন তারই প্রমাণ।”



রার/সা.এ



ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button