শিরোনাম
যাদুকাটা ২ বালুমহাল ইজারাদারকে বুঝিয়ে দিয়ে বালু উত্তোলন শুরুসোনাগাজি-মিরসরাইয়ে ৫০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জোর তৎপরতা‘প্রতিশোধ নয় বরং দয়া ও ক্ষমাই হলো সিরাতের প্রকৃত শিক্ষা’শিবিরকে শুভেচ্ছা জানানো সেই পোস্ট মুছে ফেলল পাকিস্তানের জামায়াতে ইসলামীপ্রিয় জেন-জেড সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠিআমিরাতকে সহজেই হারাল ভারত – ক্রাইম জোন ২৪জাকসু নির্বাচন বৃহস্পতিবার, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফলবাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করে খুন হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ নিহত ২দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
জেলার খবর

বিয়ে বাড়িতে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু: শোকের মাতম নবীগঞ্জে

বিয়ে বাড়িতে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু: শোকের মাতম নবীগঞ্জে

নবীগঞ্জে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা পরস্পরের চাচাতো-ফুফাতো ভাইবোন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশুরা হলো পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবণ ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত এবং একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাঞ্জারাই গ্রামে এসেছিল।

জানা গেছে, বুধবার দুপুরে জগাই সরকারের মেয়ে অর্ণা সরকারের বিয়ের কথাবার্তা চলছিল। এ সময় বাড়ির উঠানে শ্রাবণ, শুভ ও অহনা খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পুকুরে পড়ে যায়। প্রথমে শ্রাবণ সরকার পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে খেলার সাথী শুভ এবং অহনাও পুকুরে নেমে ডুবে যায়। বিয়ে বাড়ির ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে কেউ শিশুদের নিখোঁজ হওয়ার বিষয়টি টের পাননি।

দুপুর দেড়টার দিকে বিয়ে বাড়িতে আসা এক মহিলা পুকুরে অহনাকে ভাসতে দেখেন। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবণ, শুভ ও অহনার নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুদের নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। নিহত শিশুদের বাবা-মায়েরা শোকে পাথর হয়ে গেছেন। “আমার ঘর খালি করে চলে গেছে সোনার ছেলেরা, তারারে তোমরা আইন্না দেও” বলে জগাই সরকারের বিলাপ হাসপাতালের পরিবেশকে আরও ভারী করে তোলে। “কারে নিয়া গাইতাম আমার মেয়ের বিয়া গো আল্লা” বলে মাটিতে লুটিয়ে পড়েন অর্ণা সরকারের বাবা। হৃদয়বিদারক এই দৃশ্য দেখতে শত শত মানুষ হাসপাতালে ভিড় করেন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুদের হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করেন। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।”



সালাউদ্দিন/সাএ



ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button