শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

১২ কোটি টাকার কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী

১২ কোটি টাকার কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী

ক্রাইম জোন ২৪।। পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালি সড়কের সংস্কার কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ৫ আগস্টের পর থেকে ঠিকাদার লাপাত্তা থাকায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

২০২৩ সালের জুন মাসে ভান্ডারিয়ার ইফতি টিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ৬ কিলোমিটার সড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছিল ১২ কোটি ৩৯ লাখ টাকা। প্রথম প্যাকেজে তিন কিলোমিটারের জন্য বরাদ্দ ছিল ৫ কোটি ৫৪ লাখ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে তিন কিলোমিটারের জন্য ৬ কোটি ৮৫ লাখ টাকা। কাজ শেষ হওয়ার সময়সীমা ছিল ২০২৪ সালের এপ্রিল।

তবে সরেজমিনে দেখা যায়, রাস্তার পুরনো কার্পেট তুলে ইটের খোয়া ফেলে কাজ বন্ধ রয়েছে। এতে ধুলাবালি ও বালির কারণে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ চরমে উঠেছে। এলাকার বাসিন্দারা জানান, রাস্তার পাশে থাকা গাছপালা নষ্ট হয়ে গেছে, ঘরবাড়ি ধুলায় ঢেকে গেছে, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, এমনকি স্বাস্থ্যগত সমস্যাও সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম জানান, ঠিকাদারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জেলা পরিষদ গাছ কাটার অনুমতি না দেওয়ায় কাজ বিলম্বিত হয়েছে। ১ কোটি ২০ লাখ টাকা বিল পরিশোধ করা হলেও সরকারের পরিবর্তনের ফলে নতুন ৩.৫ কোটি টাকার বিল দাখিল করতে পারেননি ঠিকাদার। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা চলছে।

ঠিকাদার পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button