নারীর বাড়িতে গিয়ে ধর্ষণ, কারাগারে তুষার


ক্রাইম জোন ২৪।। রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের মো. তুষার (২৪) নামে এক যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) র্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) মধ্যরাতে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে জামিরা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মার্চ তুষার তার এলাকার এক নারীর (২৪) বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী নারী ১৮ মার্চ বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামি তুষার পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাকে বাঘা থানায় সোপর্দ করা হলে পুলিশ আদালতে পাঠায় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।
আরও বিস্তারিত আপডেট জানতে চোখ রাখুন ক্রাইম জোন ২৪-এ।