পথশিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার


ক্রাইম জোন ২৪।। বরগুনায় এক আট বছর বয়সী পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোসলেম মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সাত দিন পর গতকাল শুক্রবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী শিশুটি বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তার বাবা ভিক্ষাবৃত্তি করেন, মা মানসিক প্রতিবন্ধী। শিশুটি বরগুনা সদর হাসপাতালে আশ্রয় নিয়ে থাকত। অভিযুক্ত মোসলেম মিয়া, যিনি ঝালমুড়ি বিক্রেতা, তাকে চকলেটের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরে হাসপাতালে লুকিয়ে রাখা হয়।
একটি ভিডিও ফুটেজ থেকে বিষয়টি প্রকাশ পেলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ শিশুটিকে উদ্ধার এবং সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে শিশুটি অভিযুক্ত মোসলেম মিয়াকে শনাক্ত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম জানান, বিষয়টি জানার পরপরই রাতভর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। হাসপাতালের রেজিস্ট্রারে শিশুটির কোনো তথ্য পাওয়া যায়নি, যা হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তদন্তে হাসপাতালের কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হবে।