শিরোনাম

পিরোজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, অভিযুক্ত গ্রেপ্তার

পিরোজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, অভিযুক্ত গ্রেপ্তার

ক্রাইম জোন ২৪।। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সরঞ্জাম চুরির অভিযোগে জাহিদুল মোল্লা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত জাহিদুল মোল্লা উপজেলার ইন্দুরকানী গ্রামের বাসিন্দা এবং মৃত মনসুর মোল্লার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগেও একাধিকবার হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৩ মার্চ) চুরির পর হাসপাতাল কর্তৃপক্ষ জাহিদুলকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া জাহিদুলের বিরুদ্ধে আগেও মারামারি ও মাদকের মামলা ছিল। চুরির মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button