বগুড়ায় বৌভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৬


বগুড়ার ধুনট উপজেলায় বৌভাতের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাংস কম দেওয়া ও খাওয়া শেষ হওয়ার আগেই দই পরিবেশন করাকে কেন্দ্র করে কনে ও বরপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এতে কনে পক্ষের অন্তত ৬ জন আহত হন।
আহতরা হলেন—কাহালু উপজেলার জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)। গুরুতর আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, বুধবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে কাহালু উপজেলার শান্তা গ্রামের শর্মিলা খাতুনের বিয়ে সম্পন্ন হয়। পরদিন বৃহস্পতিবার কনের পরিবারের লোকজন বরপক্ষের বাড়িতে আসেন বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে।
খাবার পরিবেশনের সময় কনের আত্মীয়রা অভিযোগ করেন, তাদের কম পরিমাণ মাংস দেওয়া হয়েছে এবং খাওয়া শেষ না হতেই দই পরিবেশন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।