গ্রেপ্তার সাবেক এমপি চয়ন
ছাত্রদের দেওয়া তথ্যে পুলিশের অভিযান


গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, চয়ন ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয়তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেওয়া তথ্যে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে বাড়িটি ঘেরাও করে। পরে ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িটিতে আরও কোনো আসামি লুকিয়ে থাকতে পারে—এমন সন্দেহে ফের অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।