শিরোনাম

উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্তার শিকার পশ্চিমবঙ্গের তরুণী

উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্তার শিকার পশ্চিমবঙ্গের তরুণী

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের এক তরুণী। সোনারপুরের নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা পুনিতা যাদব জন্মসূত্রে উত্তরপ্রদেশের মেয়ে। সম্প্রতি একটি ব্যক্তিগত ঘটনার অভিযোগ জানাতে তিনি নিজ রাজ্যের একটি থানায় গেলে সেখানকার পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পুনিতা সরাসরি অভিযোগ তুলেছেন, থানার ভেতরে তাঁকে অকারণে অপমান ও হয়রানির মুখে পড়তে হয়েছে।

এই ঘটনার পর বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত, জাতীয় রাজনীতিতে বিজেপি যে নারী-নিরাপত্তাকে একটি বড় ইস্যু হিসেবে তুলে ধরে, সেই বাস্তবতাই এখন প্রশ্নের মুখে।

ঘটনার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর শরিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার নেতা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠাওয়ালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি চিঠি লিখেছেন। তিনি এই ঘটনাটিকে ‘অভিযোগকারীর প্রতি চরম হেনস্তা’ আখ্যা দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, বিজেপি-শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। বিরোধীরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে—বিজেপির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগান কি কেবলই রাজনৈতিক প্রচার, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই?

পশ্চিমবঙ্গের এই তরুণীর অভিজ্ঞতা এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিজেপি-শাসিত রাজ্যে থানার ভেতরেই যদি অভিযোগ জানাতে গিয়ে নারীরা নিরাপত্তাহীন বোধ করেন, তবে সাধারণ মানুষের ন্যায়বিচারের আশা কোথায়—এই প্রশ্নই তুলছেন রাজনৈতিক বিরোধীরা।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button