শিরোনাম
নেইমারকে পাল্টা জবাব দিলেন আনচেলত্তিসি চিনপিংকে অমরত্বের সম্ভাবনার কথা বললেন পুতিন, জাতীয় টিভিতে ফাঁস হলো অডিওবিদেশে বাজেয়াপ্ত অর্থ বাংলাদেশে ফেরত আনতেই হবে: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন ভ্যালেরিয়াঁকালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যাসাতক্ষীরায় চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ দুই সহযোগীসহ গ্রেপ্তারদিনের ভোট দিনেই হবে, রাতে নয়: জয়নুল আবদিন ফারুকতারকাদের ছদ্মবেশে কিশোর-কিশোরীদের সঙ্গে আপত্তিকর আলাপ করছে এআই চ্যাটবটশেয়ারের দাম বাড়ল ২০%, সিডনি সুইনির প্রচারণাকে ‘এ পর্যন্ত সেরা’ বলল আমেরিকান ঈগলএক মাস পর ধর্ষণের অভিযোগ থেকে পাকিস্তানি ক্রিকেটারের রেহাইপাকিস্তান কি পারবে এবার ঘুরে দাঁড়াতে

টি-টোয়েন্টিতে ২৫০ রান করতে না পারার আক্ষেপ বাংলাদেশের

টি-টোয়েন্টিতে ২৫০ রান করতে না পারার আক্ষেপ বাংলাদেশের

চার-ছক্কার বন্যায় এখন ক্রিকেটের সংজ্ঞাই যে অনেকটা বদলে গেছে। আইপিএল তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০-এর বেশি স্কোর হচ্ছে নিয়মিত। অথচ বাংলাদেশ এখনো স্কোরবোর্ডে ২০০ তুলতেই সংগ্রাম করে। বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শেষে এটা নিয়ে আক্ষেপ করেছেন লিটন দাস।

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছে। সিলেটে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে জিতেছে। একই ভেন্যুতে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে, যেখানে প্রথম দফায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৪.১ ওভারে ১ উইকেটে করে ৬০ রান। দ্বিতীয় দফায় বৃষ্টির বাগড়ায় মূলত খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ।

সিলেটে গতকালের ম্যাচটা একপাশে সরিয়ে রাখলে দেখা যাবে, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সাতবার বাংলাদেশ ২০০ পেরিয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২১৫ রান বাংলাদেশ করেছে ২০১৮ নিদহাস ট্রফিতে। কলম্বোর প্রেমাদাসায় সাত বছর আগে সেবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সিলেটে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লিটন এলে দলের বড় ইনিংস তৈরির প্রসঙ্গ এসেছে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা তখন বলেছিলাম (এ বছরের মে মাসে) আমরা শুষ্ক উইকেটে ব্যাটিং করেছিলাম। আরব আমিরাত ব্যাটিং করেছিল ভেজা উইকেটে। ভেজা উইকেটে ব্যাটিং করলে হয়তো ২৫০ রান করতে পারতাম। আজ (গতকাল) দুই দলের জন্যই ছিল সমান। বোলিং করতে পারলে ভালো হতো।’

শ্রীলঙ্কার মাঠে তাদের বিপক্ষে জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু। পরবর্তীতে বাংলাদেশ ঘরের মাঠে দুটি সিরিজ জিতেছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে, যার মধ্যে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ হারার পর মিরপুরের উইকেটের কড়া সমালোচনা করেছে। মিরপুরের চেয়ে সিলেটের উইকেট যে তুলনামূলক স্পোর্টিং, সেটা মানছেন লিটনও। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে সিলেট ও চট্টগ্রামে যে আন্তর্জাতিক ম্যাচগুলো হয়, ব্যাটিংবান্ধব উইকেট। আউটফিল্ডও ভালো অনেক। তুলনামূলক মিরপুরে শুধু আমরা না, সবাই সংগ্রাম করে। সিলেটের মাঠ ভালো। খেলেও মজা লাগে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। মরুর দেশে লিটনরা যাবেন এশিয়া কাপ খেলতে। এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য কী, সেই প্রশ্নের উত্তরে অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনো জায়গায় (এশিয়া কাপ) দেখতে চাচ্ছি না আমি। এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে চাই। তাহলেই আপনি জিতবেন।’

৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুই দিন পর। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটনরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে আবুধাবিতে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button