শিরোনাম
সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা সিআইডিরছাত্রলীগের মতো দায় চাপানোর রাজনীতি বেছে নিয়ে মিথ্যাচার করছে ছাত্রদল: শিবিরপ্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের বদলে সংগীত শিক্ষক নিয়োগ ‘অশুভ ইঙ্গিত’: ইসলামী আন্দোলনন্যায্য দাম পাচ্ছেন না ভোলার পানচাষিরামালিবাগে সোহাগের কাউন্টারে হামলার নিন্দা পরিবহন মালিক-শ্রমিকদেরনুরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ‘দৃশ্যমান’ কোনো ব্যবস্থা নেই: গণঅধিকার পরিষদডাকসু নির্বাচন স্থগিত চেয়ে জুলিয়াসের করা রিট কার্যতালিকা থেকে বাদনারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবনরাহুলের দ্বারস্থ মতুয়ারা, বাংলার ভোটের আগে অশনিসংকেত বিজেপিতেকন্যা সন্তানের বাবা হলেন মিরাজ

রাশিয়ায় সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাশিয়ায় সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাশিয়ায় ওপেন ডোর স্কলারশিপ-২০২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করবে দেশটির শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়।

ওপেন ডোর রাশিয়ার একটি আন্তর্জাতিক বৃত্তি প্রকল্প। যা বিদেশি শিক্ষার্থীদের বিএসসি, এমএসসি, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে শুল্কমুক্ত উচ্চশিক্ষার সুযোগ দেয়। এটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশ পরিবেশকে সহজ করে এবং পথ খুলে দেয় বৈশ্বিক শিক্ষা মঞ্চে পৌঁছানোর।

সুযোগ-সুবিধা

দেশটির এই বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। এই বৃত্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের আইইএলটিএস বা টোয়েফলের প্রয়োজন নেই। বৃত্তিটির জন্য আবেদন করতে কোনো ফিও দিতে হবে না। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী ওপেন ডোর বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর ডক্টরাল ডিগ্রির জন্য আবেদন করতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ইংরেজি অথবা রাশিয়ান ভাষার দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় তথ্য

বৈধ পাসপোর্টের কপি, পূর্বের ডিগ্রির সার্টিফিকেটের কপি ও ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাস।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়

টমস্ক স্টেট ইউনিভার্সিটি, আইটিএমও বিশ্ববিদ্যালয়, মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজি, নোভোসিবিরস্ক স্টেট ইউনিভার্সিটি, জাতীয় গবেষণা নিউক্লিয়ার বিশ্ববিদ্যালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উরাল ফেডারেল বিশ্ববিদ্যালয়, সেন্ট পিটার্সবার্গ ইলেকট্রোটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ পলিটেকনিক বিশ্ববিদ্যালয়, টমস্ক পলিটেকনিক বিশ্ববিদ্যালয়।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

রসায়ন ও পদার্থবিজ্ঞান, কম্পিউটার ও ডেটা সায়েন্স, জীববিজ্ঞান ও জৈবপ্রযুক্তি, স্নায়ুবিজ্ঞান ও মনোবিজ্ঞান, গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লিনিক্যাল মেডিসিন এবং জনস্বাস্থ্য, ব্যবসা ও ব্যবস্থাপনা, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, প্রকৌশল ও প্রযুক্তি, ভৌতবিজ্ঞান, ভাষাতত্ত্ব এবং আধুনিক ভাষা, অর্থনীতি।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ নভেম্বর, ২০২৫।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button