পলাতক ওসিকে ধরতে ৩ দিনের আল্টিমেটাম


শাহ আলম, যিনি ছাত্র হত্যা মামলার আসামি এবং উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পালিয়ে যাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাকে গ্রেফতারের জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে তাকে না ধরলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১০ জানুয়ারি) উত্তরা পূর্ব থানার সামনে আবারও বিক্ষোভে ফুঁসে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা সাবেক ওসি শাহ আলমকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে আখ্যা দিয়ে দ্রুত গ্রেফতারের দাবি জানান। পুলিশি বাধা সত্ত্বেও তারা থেমে না গিয়ে, পালানোর ঘটনায় যারা সহায়তা করেছে তাদেরও আইনের আওতায় আনার দাবি করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ বলেন, “শাহ আলমকে গ্রেফতার করা না হলে উত্তরা অচল করে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “থানা হেফাজত থেকে আসামি পালিয়ে যাচ্ছে, যা বাংলা সিনেমার মতো মনে হচ্ছে। যাদের সহযোগিতায় পালিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।”
এ ঘটনায় পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উত্তরা জোনের ডিসি রওনক জাহান বলেন, “তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।” তিনি আরও জানান, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শাহ আলমকে গ্রেফতার করার পরেও তিনি ৯ জানুয়ারি পালিয়ে যান, এর জন্য পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।