শিরোনাম
চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটির ঘোষণা পল্লী বিদ্যুতের কর্মচারীরাপাহাড়িয়াদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদ, বৃক্ষরোপণআজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৫বাংলাদেশে আর এক ব্যক্তির শাসনব্যবস্থা চলবে না: বিএনপি নেতা এ্যানিবুথের সংখ্যা বাড়িয়ে ৮১০ করল ডাকসু নির্বাচন কমিশনআমাদের ধর্ম, লিঙ্গ ও জাতিগত বিভাজনের উর্ধ্বে উঠতে হবে: প্রধান বিচারপতিচট্টগ্রামে পদদলিত হয়ে আহত একজন আইসিইউতে, মেলেনি পরিচয়অতিরিক্ত সহিংসতা হলে নির্বাচন ভঙ্গুর হয়ে যাবে: উপদেষ্টা শারমীন মুরশিদঅযাচিতভাবে ডাকসুর ভোট চাওয়ায় কর্মীকে বহিষ্কার করল ছাত্রদলসেই জামায়াত নেতার কাছে ব্যাখ্যা চাইল চবি প্রশাসন

জুলাইয়ে রপ্তানি আয়ের রেকর্ড প্রবৃদ্ধি ভাটা পড়ল আগস্টেই

জুলাইয়ে রপ্তানি আয়ের রেকর্ড প্রবৃদ্ধি ভাটা পড়ল আগস্টেই

নতুন অর্থবছরের শুরুটা ছিল আশাব্যঞ্জক। জুলাইয়ে রপ্তানি আয়ে রেকর্ড প্রবৃদ্ধি খাতকে প্রাণবন্ত করেছিল। কিন্তু সেই উচ্ছ্বাস এক মাসও টিকল না। আগস্টে বিশ্ববাজারে দেশের রপ্তানি বড় ধরনের হোঁচট খেল। আয় ছিল ৩৯১ কোটি ডলার, লক্ষ্যের চেয়ে ১১ কোটি ও জুলাইয়ের তুলনায় ৮৬ কোটি কম। জুলাইয়ে রপ্তানি ছিল ৪৭৭ কোটি ডলার, প্রবৃদ্ধি তখন ২৪ দশমিক ৯০ শতাংশ।

শুধু মাসের তুলনায় নয়, গত বছরের আগস্টের চেয়ে আয় কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২ কোটি ডলার। যেখানে ২০২৪ সালের আগস্টে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৬১ শতাংশ। এই ধাক্কা বৈশ্বিক অস্থিরতা ও দেশের রপ্তানি খাতের নাজুক অবস্থার প্রতিফলন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনা করে পাওয়া গেছে এমন তথ্য।

তবে ইপিবির তথ্যে মাসওয়ারি অর্জন ও প্রবৃদ্ধি বিবেচনায় হতাশ হওয়ার তথ্য পাওয়া গেলেও সুসংবাদও মিলেছে। অর্থবছরের প্রথম দুই মাস মিলিয়ে রপ্তানির সামগ্রিক চিত্র একেবারে মন্দ নয়। জুলাই-আগস্টে রপ্তানি আয় হয়েছে ৮৬৯ কোটি ৫৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬১ শতাংশ বেশি।

এ প্রসঙ্গে উদ্যোক্তা ও রপ্তানিকারক বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, আগস্টে রপ্তানি কম হওয়া স্বাভাবিক। ক্রয়াদেশ কম থাকায় এবং শুল্ক অনিশ্চয়তায় এমনটি ঘটেছে। তবে সেপ্টেম্বরের পর থেকে বাজারে অর্ডার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

সবচেয়ে বড় খাত তৈরি পোশাকে ধাক্কাটা প্রবল। আগস্টে তৈরি পোশাক রপ্তানিতে আয় হয়েছে ৩১৬ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৭৫ শতাংশ কম। তবে দুই মাস মিলিয়ে এই খাতে আয় হয়েছে ৭১৩ কোটি ৬ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি। পোশাকশিল্পের মালিকেরা বলছেন, জুলাই-সেপ্টেম্বর সময়ে স্বাভাবিকভাবে রপ্তানি কিছুটা কম থাকে। তার ওপর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার আগে জুলাইয়ে বাড়তি পণ্য রপ্তানি হওয়ায় আগস্টে গতি কমেছে।

প্রতিবেদনের তথ্যমতে, সবচেয়ে বড় খাত তৈরি পোশাকে ধাক্কা লেগেছে বেশি। আগস্টে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১৬ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৭৫ শতাংশ কম। তবে দুই মাস মিলিয়ে এই খাত থেকে আয় হয়েছে ৭১৩ কোটি ৬ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি।

অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, জুলাই-সেপ্টেম্বরে সাধারণত পোশাক রপ্তানি কম হয়। গত বছরে আন্দোলনের কারণে জুলাইয়ে অর্ডার আটকা থাকায় আগস্টে রপ্তানি বৃদ্ধি পায়, যা ইতিবাচক প্রভাব ফেলেছে।

সিপিডির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, গত বছর আগস্টে বিশ্ববাজার ইতিবাচক থাকলেও এ বছর যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে অনিশ্চয়তার কারণে অর্ডার কমেছে। ফলে পণ্য রপ্তানি কমেছে।

অন্যদিকে কৃষিপণ্য, হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যে ইতিবাচক সাড়া মিলেছে। আগস্টে হোম টেক্সটাইল রপ্তানি বেড়েছে ১২ দশমিক ১৪ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ১০ কোটি ১৩ লাখ ডলারের, আর প্লাস্টিক রপ্তানি হয়েছে ২ কোটি ৩৫ লাখ ডলারের।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানি আয় ছিল ৪ হাজার ৮২৮ কোটি ডলার, প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি। এবার ২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্য আরও বড়, ৫ হাজার ৭৫০ কোটি ডলার। এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে আসবে ৪ হাজার ৪৮ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি ধরা হয়েছে প্রায় ১২ শতাংশ।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button