পায়রা সেতু প্রকল্প এলাকায় চোরের হানা
সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ পালালো


পায়রা বন্দরের আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন সেতু প্রকল্প এলাকায় চুরির উদ্দেশ্যে সংঘবদ্ধ দলের প্রবেশের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ সেতু প্রকল্পের লালুয়া অংশে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল প্রকল্পে ব্যবহৃত রড ও অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি চুরি করা। চুরির সময় প্রকল্প এলাকার নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে দলটি বিচ্ছিন্নভাবে পালিয়ে যায়।
সূত্র জানায়, চুরির কাজে তারা একটি পিকআপ ভ্যান ব্যবহার করেছিল। এই ধরনের ঘটনা পায়রা বন্দরের চলমান প্রকল্প এলাকায় প্রায়ই ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহিরাগত ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকার আশঙ্কা রয়েছে।
নিরাপত্তা কর্মীরা সময়মতো অবস্থান না নিলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।