শিরোনাম
বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্পগাজায় এখন পর্যন্ত ২৪৮ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল১০০ শিল্পীর ৪০০ গানের পরিকল্পনা নিয়ে এটিএন ফোক ক্লাবঅস্ট্রেলিয়ায় স্যার জেমস ম্যাকনিল গবেষণা বৃত্তির সুযোগসুরা মুহাম্মদের শিক্ষা: মুমিনের জন্য পাঁচ পথনির্দেশআবারও আগা খান স্থাপত্য পুরস্কার পেলেন মেরিনা তাবাশ্যুম, প্রধান উপদেষ্টার অভিনন্দন‘গণঅধিকারের কার্যালয় থেকে বের হলেই জাগপা সভাপতিকে রাম দা দিয়ে কোপানো হয়’আজকের নামাজের সময়সূচি: ৩ সেপ্টেম্বর ২০২৫প্রেমিকা-প্রেমিককে নির্যাতন করছিল কিশোর গ্যাং, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কোপরাজনীতি নিষিদ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

নুরের ওপর হামলা পরিকল্পিত: রিজভী

নুরের ওপর হামলা পরিকল্পিত: রিজভী

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর ‘পরিকল্পিত হামলা’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি নুরুল হক নুরকে দেখতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নুরের ওপর বীভৎস আক্রমণ করা হয়েছে। পূর্বপরিকল্পিত ও টার্গেট করে তাঁকে আঘাত করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল নুরকে মেরে ফেলা। তাঁর শরীরের আঘাতগুলো একটু ডানে-বামে লাগলে অনিবার্যভাবে মৃত্যু ছাড়া জীবিত পেতাম না। এর আগে নুরের ওপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গেছে, সেখানেই ফ্যাসিবাদী সরকারের হামলার শিকার হতে হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের দাবি করছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘শুক্রবার নুর সেখানে কোনো সহিংসতা করেনি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমণ করা হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানাভাবে বিষদাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনার সঙ্গে জি এম কাদের জড়িত আছেন কি না, জানি না। তারা আজকে বাংলাদেশের রাজনীতির কথা বলছে–অবাক কাণ্ড। যে লোক নির্বাচনের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে, রাজনীতির কথা বলে কীভাবে? এরা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।’

গণঅধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি তুলেছে, বিএনপি তার সঙ্গে একমত কি না—এ প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button