শিরোনাম

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিস্ফোরক মামলার তথ্য উন্মোচিত

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা শাহাজাদা আলমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার বিকেলে ভারতে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহাজাদা আলম নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এবং সৈয়দপুরের শাহেবপাড়া মহল্লার মনজুর আলমের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, শাহাজাদা আলম তার পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। পাসপোর্ট এক্সিটের সময় সৈয়দপুর থানার রিকুইজিশন অনুযায়ী তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং বিস্ফোরক আইনের মামলার তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button