শিরোনাম
অশ্বিন কি এবার বিপিএলে খেলতে পারবেনবরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভসচিবালয়ের অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের লাঠি চার্জ-সাউন্ড গ্রেনেড নিক্ষেপকুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেন করার দাবিতে বিক্ষোভবাংলাদেশের ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচার নিয়েই এখন শঙ্কাসম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রথম কোয়ান্টাম কম্পিউটার বানাল জাপানঅ্যান্ড্রয়েডে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল কঠিন হচ্ছেভারতের জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীর মন্দিরের পথে ধস, ৩০ জনের মৃত্যুচ্যাটজিপিটির প্ররোচনায় কিশোরের আত্মহত্যা, ওপেনএআই ও অল্টম্যানের বিরুদ্ধে মামলা১২তম জাতীয় এসএমই পণ্য মেলা নভেম্বরে

কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেন করার দাবিতে বিক্ষোভ

কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেন করার দাবিতে বিক্ষোভ

কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আজ বুধবার সকালে কুমিল্লার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন তারা।

আজ বুধবার সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী নয়টি পয়েন্টে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও কার্যকর হয়নি। সড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংকীর্ণ ও ভাঙাচোরা সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, এতে প্রাণহানি ও অঙ্গহানির ঘটনা ঘটছে। মহাসড়কের দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর দাবি জানিয়ে আন্দোলনকারীরা জানান, দাবি না মানা হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দেবপুর এলাকায় বিক্ষোভে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম, হারুনুর রশিদ মেম্বারসহ অন্যরা।

অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তারা দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। তবে সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যেই শুরু করার আশা করছি।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button