শিরোনাম
সৎবাবার অভিযোগে মেয়ের বাল্যবিবাহ বন্ধ, মাকে জরিমানাঅ্যাম্বুলেন্স-বাসের সংঘর্ষ, আত্মীয়ের লাশ নিয়ে বাড়িতে ফেরা হলো না ইসমাইলেরযুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিববরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যেসিলেটে মাটি দিয়ে ঢেকে রাখা বিপুল পাথর উদ্ধারসিসা বারে হত্যাকাণ্ডে বনানী থেকে গ্রেপ্তার ৪ কারাগারে, কুমিল্লায় গ্রেপ্তার আরও ২শেওড়াপাড়ায় নিহত সেই গৃহবধূর মরদেহ নিয়ে থানায় বিক্ষোভ, স্বামীর বিরুদ্ধে মামলাগ্র্যান্ডমাস্টারকে হারিয়ে সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড়ের রেকর্ড ভাঙল ১০ বছরের কন্যাশেরপুরে সাবেক এমপি রফিকুল বারী মারা গেছেনমাত্র ৪০ হাজার শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র, ৩০ হাজারই শেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান!

নরসিংদীতে শোকসভা করার অভিযোগে আ.লীগ নেতা আটক

নরসিংদীতে শোকসভা করার অভিযোগে আ.লীগ নেতা আটক

শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক জয়নাল আবেদীন (৫৫) ওই এলাকার বাসিন্দা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহর নেতৃত্বে প্রায় ১০-১৫ জন নেতা-কর্মী জড়ো হয়ে শোকসভা ও খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে রায়পুরা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়নাল আবেদীনকে আটক করে। এ সময় অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ১৫ আগস্টের অনুষ্ঠানের প্রস্তুতিতে জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তিনি আওয়ামী লীগের কোন পদে রয়েছেন, তা খতিয়ে দেখা হবে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button