শিরোনাম
মাত্র ৪০ হাজার শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র, ৩০ হাজারই শেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান!ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যুমালয়েশিয়ার আদালতে জঙ্গিবাদে অভিযুক্ত দুই বাংলাদেশিজাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে দুই দিনে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপননরসিংদীতে শোকসভা করার অভিযোগে আ.লীগ নেতা আটককেশবপুরে সিগারেট থেকে ভবনে অগ্নিকাণ্ড, এক পরিবারসহ দগ্ধ ৭মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগকোকা-কোলার পণ্যে বিপজ্জনক রাসায়নিক পদার্থ, বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশশেখ মুজিবের ত্যাগকে স্বীকার করি, কিন্তু তিনি জাতির পিতা নন: নাহিদগায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার সময় সড়কে প্রাণ গেল যুবকের

পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ‘মগ লিবারেশন পার্টির’ সদস্য নিহত

পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ‘মগ লিবারেশন পার্টির’ সদস্য নিহত

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কংচাইঞো মারমা (৩১)। তিনি মহালছড়ি উপজেলার অংসাজাই মারমার ছেলে। কংচাইঞো শান্তিনগরের একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাফিদুল বলেন, সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে তিনতলা বাড়ির ছাদ থেকে লাফ দেন কংচাইঞো। তিনি এমএলপির সদস্য। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। কংচাইঞো এমএলপির পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের সশস্ত্র বিভাগের প্রধান বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, সকালে হাসপাতালে আনার আগে ওই যুবকের মৃত্যু হয়। তাঁর শরীরে উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন রয়েছে।

খাগড়াছড়ি সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পুলিশ ওই ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button