বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, যান চলাচল বন্ধ


বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক আটকে আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কিলঘুষি। কিছুক্ষণের মধ্যেই গোটা বাস টার্মিনাল দখলে নেয় শ্রমিকেরা। অবস্থা বেগতিক দেখে সরে যায় ছাত্রজনতা।

নথুল্লাবাদ বাস শ্রমিক মো. আব্দুস সালাম খান বলেন, কেন তারা ড্রাইভারকে মারল। ড্রাইভার নিজেকে রক্ষায় বাসের ছাদে উঠলেও সেখানে গিয়ে ছাত্ররা মারধর করে। নিত্য এমন নির্যাতনের শিকার হওয়া যাবে না। নথুল্লাবাদে আর আন্দোলন হবে না। আন্দোলন যারা করে তারা যেন শেবাচিমে গিয়ে করে। শ্রমিকের পেটে ভাত নেই, এ আন্দোলন আমরা মানি না।
তবে আন্দোলনে নেতৃত্বদানকারী মহিউদ্দন রনি বলেন, আন্দোলনে ছাত্ররাও নেমে পড়েছে। বুধবার সাগরদি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে। তিনি বলেন, আপনারা যে যেভাবে পাড়েন স্বাস্থ্যখাতের সংস্কারে আন্দোলনে নেমে পরুন। তিনি আরও বলেন, নথুল্লাবাদে শ্রমিকেরা তাদের ওপর বিকেলে হামলা চালিয়েছে। এতে তাদের বেশ কয়েকজন আহত রয়েছেন।
বুধবার বিকেলে সাড়ে ৬টায় জানা গেছে, নতুল্লাবাদ বাস টার্মিনাল শ্রমিকেরা দখলে নিয়ে সেখানে অবস্থান নিয়েছে। বর্তমানে কোনো যানবাহন চলছে না।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার বলেন, আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের মারামারি হয়। পরে ছাত্ররা বাস স্টান্ড ছেড়ে চলে যায়। শ্রমিকেরা সড়কে অবস্থান নেয়। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছে।
ক্রাইম জোন ২৪