শিরোনাম
শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলামার্কিন রাষ্ট্রদূতকে সংস্কার ও নির্বাচন নিয়ে অবস্থান জানাল এনসিপির‍্যাব বিলুপ্তি নিয়ে চিন্তা করছি না, এটি সরকার দেখবে: ডিজিএমসি কলেজ ছাত্রদলের সভাপতি সামি, সম্পাদক জুনেদম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা বেড়ে একলাফে ৫ লাখ টাকা, অপরাধ কমে দ্রুত বিচারের আশাএভারেস্টে ভিড়, অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ ফি ছাড়াই উন্মুক্ত করল নেপালইলিয়াস আলীকে যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব: ছাত্রদল সভাপতিগোপালগঞ্জে স্কুলে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে মামলাবেনাপোল সীমান্তে ৯৫ লাখ ৫৭ হাজার টাকার শাড়ি, সোনা ও মাদক জব্দবসুন্ধরাকে আশা দিয়ে ইরাকি ক্লাবের কোচ হয়ে গেলেন তিনি

বিজিবির অভিযানে জুলাইয়ে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বিজিবির অভিযানে জুলাইয়ে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

গত জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি ২৬৭ গ্রাম সোনা, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রুপা, ১৫ হাজারের বেশি শাড়ি, প্রায় ৯ হাজার থ্রি-পিস ও শার্ট পিস, ২ হাজার ২৯৬টি তৈরি পোশাক, বিপুল কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা-পাতা, সুপারি, সার, কয়লা, জাল, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, চশমা, ফল, তেল, জিরা, বীজ, চিংড়ি পোনা, কফি, চকলেট, ৯৪৩টি গরু-মহিষ, কষ্টিপাথরের মূর্তি, বিভিন্ন যানবাহন ও নৌযান।

অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দের মধ্যে রয়েছে ১০টি পিস্তল, একটি রিভলবার, একটি এসএমজি, দুটি রাইফেল, চারটি হ্যান্ড গ্রেনেড, পাঁচটি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গানপাউডার ও অন্যান্য অস্ত্র।

এ ছাড়া মাদকদ্রব্যের মধ্যে জব্দ হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৫৮৩ পিস ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ, ৩ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১৪০ গ্রাম কোকেন, ১০ হাজারের বেশি বোতল ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, দুই টনের বেশি গাঁজা, বিপুল বিড়ি-সিগারেট, তামাক, নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ।

অভিযানে চোরাচালান ও মাদক পাচারের অভিযোগে ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক হয়েছেন ২০৪ জন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিক। এ ছাড়া বাংলাদেশে প্রবেশের চেষ্টা করায় ৫৪০ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button