আজ স্বপ্নদলের শিল্প ও নাট্য প্রদর্শনী


আজ বিশ্ব হিরোশিমা দিবস। ‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’ স্লোগান নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদল পালন করছে হিরোশিমা দিবস ২০২৫। এ উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিশেষ আয়োজন সাজিয়েছে দলটি। হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৮০ বছর পূর্তি উপলক্ষে বিকেল ৫টা থেকে থাকছে সবার জন্য উন্মুক্ত হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার, আলোকচিত্র, ভিডিও এবং ইনস্টলেশন আর্ট প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় রয়েছে যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ, যুদ্ধবিরোধী বক্তব্য এবং সর্বশেষে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের প্রদর্শনী।
যুদ্ধবিরোধী নাটক ত্রিংশ শতাব্দীর মূল কাহিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত, তিউনিসিয়া, ইয়েমেন, সিরিয়া, তুরস্ক, মিয়ানমার, গুলশানে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচকতা, বাংলাদেশের সাম্প্রতিক অমানবিক ঘটনাবলিসহ নানা প্রসঙ্গ। বাদল সরকারের রচনা অবলম্বনে ত্রিংশ শতাব্দী নাটকটির রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
প্রসঙ্গত, নিয়মিত ত্রিংশ শতাব্দী নাটকের মঞ্চায়ন, হিরোশিমা দিবস পালনসহ যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রবিরোধী নানা আয়োজনের জন্য জাপান সরকার স্বপ্নদলকে মর্যাদাপূর্ণ ‘জাপান ফরেন মিনিস্টারস কমেন্ডেশন ২০১৯’ দিয়েছে।