হবিগঞ্জে হাতকড়াসহ নৌকা থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার পলায়ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতা হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং একই ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় বানিয়াচংয়ে ৯ জন নিহত হন। এ ঘটনায় করা মামলার আসামি মজিদ। আজ পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নৌকা দিয়ে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে তিনি হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ মার্ডার মামলার আসামি। গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তাঁর কিছু লোক প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, তিনি কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তাঁকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।’