শিরোনাম

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মা দগ্ধ, শিশুর মৃত্যু

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মা দগ্ধ, শিশুর মৃত্যু

Ajker Patrika

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মা দগ্ধ, শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৭: ১৫

Photo

পুড়ে যায় ঘরের আসবাব ও বিছানাপত্র। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন মীরের বাজার এলাকায় গতকাল শনিবার দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আড়াই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে শিশুটির বাবা-মাও হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শিশুর নাম মো. রায়হান। দগ্ধ ব্যক্তিরা হলেন রায়হানের বাবা রিপন হোসেন (২৩) ও মা হাফিজা আক্তার (২০)। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন ঘোষপাড়ায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মীরের বাজার এলাকায় সাজ্জাদ হোসেনের তিনতলা ভবনের নিচতলার একটি বাসা ভাড়া নিয়ে মাত্র দুই দিন আগে সপরিবারে বাসায় ওঠেন রিপন হোসেন। বাসায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডারটি নতুনভাবে স্থাপন করা হয়। গতকাল দিবাগত ভোররাতে শিশুর দুধ তৈরি করতে পানি গরম করার জন্য সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান রিপন হোসেনে স্ত্রী। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো কক্ষে আগুন ধরে যায়।

এ সময় ঘরের ভেতরে থাকা রিপন, হাফিজা ও শিশু রায়হান দগ্ধ হয়। পুড়ে যায় ঘরের আসবাব ও বিছানাপত্র। তাদের চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়ারা ও বাড়িওয়ালা ছুটে এসে আগুন নেভান। পরে দগ্ধ তিনজনকে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের প্রায় ৭০ শতাংশ ও তাঁর স্ত্রী হাফিজার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেছেন, ‘গতকাল দিবাগত ভোররাতে চুলায় আগুন ধরানোর সময় লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুপুত্র দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে শিশুটির মৃত্যু হয় এবং অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button