শিরোনাম
মির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬মাঝ আকাশে ফ্লাইটে অসংলগ্ন আচরণে সহযাত্রীর চড়, তারপর থেকে নিখোঁজসুন্দরবন স্কয়ার মার্কেটকে ৩-৪ বছর আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়: ফায়ার সার্ভিসমায়ামির সঙ্গে কি নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচগাইবান্ধায় হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারপিএইচডি প্রোগ্রামে ভর্তি হলো প্রথম রোবট, চীনে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়সেই শাহীদা পেলেন খাদ্যসামগ্রী, ভাতা কার্ডের আশ্বাস৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরম কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তরখিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যাসাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

‘উসকানির’ প্রতিক্রিয়ায় রাশিয়ার কাছাকাছি সাবমেরিন মোতায়েন ট্রাম্পের

‘উসকানির’ প্রতিক্রিয়ায় রাশিয়ার কাছাকাছি সাবমেরিন মোতায়েন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘চরম উসকানিমূলক’ মন্তব্যের জবাবে তিনি দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি ‘প্রয়োজনীয় অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প বলেন, ‘এই বেপরোয়া ও আগুন ঝরানো বক্তব্যগুলো কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে—এই আশঙ্কায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। শব্দের গুরুত্ব অনেক, অনেক সময় তা অনিচ্ছাকৃত বিপর্যয়ের পথও খুলে দিতে পারে। আমি আশা করি, এবার তেমন কিছু ঘটবে না।’

তবে কোন অঞ্চলে সাবমেরিন দুটি মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক প্রটোকল অনুযায়ী এসব তথ্য গোপন রাখা হয়। বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে এবং দুই দেশেরই রয়েছে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন বহর।

সম্প্রতি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি না মানলে রাশিয়ার ওপর ট্রাম্পের ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা আরোপের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। তাঁর বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে লেখেন, ‘রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের চরম উসকানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি দুটি পারমাণবিক সাবমেরিন প্রয়োজনীয় অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি।’

তবে ট্রাম্প তাঁর পোস্টে স্পষ্ট করে বলেননি, তিনি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন বোঝাতে চেয়েছেন, নাকি কেবল পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের কথা বলেছেন। পরে গতকাল শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘একটি হুমকি উচ্চারিত হয়েছে (অপর পক্ষ থেকে), যা আমরা যথাযথ মনে করিনি। তাই আমাকে খুব সতর্ক থাকতে হয়েছে। আমি এই সিদ্ধান্ত নিই আমাদের জনগণের নিরাপত্তার স্বার্থে। রাশিয়ার এক সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন। আমরা আমাদের জনগণকে সুরক্ষিত রাখব।’

সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও মেদভেদেভ একে অপরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়েছেন। তবে এই ইস্যুতে এখনো পর্যন্ত রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের বক্তব্যের পর মস্কোর শেয়ারবাজারে বড় ধস নেমেছে।

এর আগে, ট্রাম্প ৮ আগস্টের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সময়সীমা বেঁধে দেন। তবে পুতিন এই সময়সীমার কোনো প্রতিক্রিয়া দেখাননি। গত সোমবার ট্রাম্প বলেন, ‘১০-১২ দিনের মধ্যে’ যুদ্ধ বন্ধ করতে হবে। আর জুলাইয়ের শুরুতে তিনি হুঁশিয়ার করে বলেছিলেন, রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে তাদের তেলের ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে এবং অন্যান্য রপ্তানিও নিষেধাজ্ঞার আওতায় আসবে।

২০০৮-২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মেদভেদেভ গত সপ্তাহে ট্রাম্প ‘রাশিয়ার সঙ্গে চরম আলটিমেটামের খেলায় মেতে উঠেছেন’ বলে অভিযোগ করেন। এক্সে দেওয়া পোস্টে মেদভেদেভ লিখেছিলেন, ‘প্রতিটি নতুন আলটিমেটামই একেকটি হুমকি এবং যুদ্ধের পথে একেকটি পদক্ষেপ।’

জুলাইয়ের শুরুতে ট্রাম্পের হুমকিকে তিনি ‘নাটকীয়’ বলে উল্লেখ করে বলেছিলেন, ‘রাশিয়ার তাতে কিছু আসে যায় না।’ গত বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেদভেদেভ ‘ডেড হ্যান্ড’ হুমকির কথা বলেন। অনেক সামরিক বিশ্লেষকের মতে, এই ডেড হ্যান্ড রাশিয়ার পাল্টা পারমাণবিক হামলার নিয়ন্ত্রণব্যবস্থার সাংকেতিক নাম।

শুক্রবারের আগেও মেদভেদেভের মন্তব্যের জবাব দিয়েছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি মেদভেদেভকে ‘রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট, যিনি নিজেকে এখনো প্রেসিডেন্ট ভাবেন’ বলে কটাক্ষ করেন। ট্রাম্প আরও বলেন, ‘তাঁর শব্দচয়নের প্রতি সতর্ক হওয়া উচিত। সে খুবই বিপজ্জনক সীমার মধ্যে ঢুকে পড়ছে!’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button