শিরোনাম

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পাচারকালে আটক ১

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পাচারকালে আটক ১

Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পাচারকালে আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২২: ১৪

Photo

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পাচারকালে একজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেনারেল কার্গো বার্থ ইয়ার্ডে (জিসিবি) এই ঘটনা ঘটে। বন্দরের ৫ নন্বর গেট দিয়ে একটি ২০ ফুটের কনটেইনার পাচারের চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, আজ বৃহস্পতিবার দুপুরে জেনারেল কার্গো বার্থ ইয়ার্ড (জিসিবি) থেকে কনটেইনার পাচারকালে সিঅ্যান্ডএফ এজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের মো. আরিফুল ইসলাম নামের (জাতীয় পরিচয়পত্র নম্বর-২৮৬৯৬৪২০২১) একজন জেটি সহকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় সোপর্দ করা হয়।

বন্দর সূত্র জানায়, নিয়ম-বহির্ভূতভাবে কনটেইনার ডেলিভারির চেষ্টাকালে বন্দর নিরাপত্তা বিভাগের লোকজন আনুমানিক ১২ ঘটিকায় চট্টগ্রাম বন্দরের জিসিবি ৫ নম্বর গেটে সিঅ্যান্ডএফ এজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে অন চেসিস কনটেইনার নম্বর গজকট ৭১৩৩৫৮৬ ঢ ২০ পাচারের উদ্দেশ্যে জেটি সহকারী মো. আরিফুল ইসলাম (জাতীয় পরিচয়পত্র নম্বর-২৮৬৯৬৪২০২১) ডকুমেন্ট জালিয়াতি করেন।

৫ নম্বর গেটে পাস সংগ্রহকালে নিরাপত্তা বিভাগ কর্তৃক বিশেষ তৎপরতায় ঘটনাস্থলে আটক হয়।

চুরি প্রতিরোধে বর্তমানে বন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button