শিরোনাম

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার চৌমুহনী বাজারে এই মিছিল বের করা হয়। এ ঘটনায় তিনজনকে আটকের কথা নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে ওঠেন নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলকারীদের হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায় তাঁদের। পরে প্রধান সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button