শিরোনাম

ধানমন্ডিতে ভেঙে পড়ল ৪০ বছরের পুরোনো মেহগনি গাছ—নারী আহত, ক্ষতিগ্রস্ত ৪টি গাড়ি

ধানমন্ডিতে ভেঙে পড়ল ৪০ বছরের পুরোনো মেহগনি গাছ—নারী আহত, ক্ষতিগ্রস্ত ৪টি গাড়ি

টানা বৃষ্টির কারণে রাজধানীর ধানমন্ডিতে সড়কের পাশে প্রায় ৪০ বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি বড় মেহগনি গাছ ভেঙে পড়েছে। ব্যস্ত শহরের রাস্তায় হঠাৎ ভেঙে পড়া এই গাছের নিচে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন। এতে চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ৬ নম্বর সড়কের একটি বড় মেহগনি গাছ হঠাৎ কাত হয়ে পড়ে যায়। এ সময় সড়কটিতে যানজট ছিল। গাছের ডাল ও মূল কাণ্ডটি কয়েকটি গাড়ির ওপর পড়লে সেগুলোতে অনেকে আটকা পড়েন। পরে পথচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

সিএনজি চালিত অটোরিকশার ভেতরে আটকা পরেছিলেন নারী। ছবি: আজকের পত্রিকা
সিএনজি চালিত অটোরিকশার ভেতরে আটকা পরেছিলেন নারী। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার ফসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই, গাছের নিচে একটি প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল। সিএনজি চালিত অটোরিকশার ভেতরে সুমাইয়া (২৬) নামে এক নারী আটকা পড়েছিলেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গাছটি প্রায় ৪০ বছরের পুরোনো। চারপাশে কংক্রিটের দেয়াল থাকায় এর শিকড় বাড়তে পারেনি, তাই বৃষ্টিতে ওপরের মাটি নরম হয়ে গাছটি ভেঙে গেছে।’

গাছটির চাপায় চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আজকের পত্রিকা
গাছটির চাপায় চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিস প্রাইভেটকার ও মোটরসাইকেল দুটি উদ্ধার করতে পারলেও, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা দুটি উদ্ধার করতে পারেনি। এ জন্য সিটি করপোরেশনের সদস্যরা শ্রমিক নিয়ে গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button