শিরোনাম
সাইবার প্রতারণার সহজ শিকার ভারতীয়রা, গত বছর হারিয়েছে ২৩০০০ কোটি রুপিদুই ছেলেকে সঙ্গী করে নিজেকে নিয়েই মজা করলেন আমির খানশুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা তাঁর ধাত প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টাপঞ্চগড়ে ৯ জনকে পুশ ইন করল বিএসএফসাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভআন্তদেশীয় বাণিজ্য বৃদ্ধিতে সোনামসজিদ স্থলবন্দরকে সম্প্রসারণ করা হবে: উপদেষ্টা সাখাওয়াতস্ক্রিন টাইমে নজর না দিয়ে শিশুর যেসব ক্ষতি করছেনছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬মার্কিন শুল্ক হ্রাস বাংলাদেশের জন্য সুযোগ এবং সতর্কবার্তা: সেলিম রায়হান১৭ হাজার কোটি রুপি ঋণ জালিয়াতি মামলায় অনিল আম্বানিকে তলব

বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কাকে শেখাচ্ছেন পাওয়ার হিটিং কোচ

বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কাকে শেখাচ্ছেন পাওয়ার হিটিং কোচ

Ajker Patrika

বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কাকে শেখাচ্ছেন পাওয়ার হিটিং কোচ

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৭: ৫৪

Photo

শ্রীলঙ্কার ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ছবি: ফেসবুক

পাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জুলিয়ান উডের অনুশীলনের কিছু ছবি পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, পাওয়ার হিটিং কোচ উডের কথা মনোযোগ দিয়ে শুনছেন পাথুম নিশাংকা, কুশল মেন্ডিস, দাসুন শানাকারা। উড যেভাবে শেখাচ্ছেন, সেটা আবার অনেকে ভিডিও করেছেন। অনুশীলনে এই পাওয়ার হিটিং কোচ নিজে যেমন ব্যাটিং করে পাওয়ার হিটিংয়ের টেকনিক দেখিয়েছেন, পাশাপাশি ক্রিকেটারদের আলাদাভাবেও অনুশীলন করিয়েছেন। উডের এই অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ সনাথ জয়াসুরিয়াও।

কবে, কত দিনের জন্য বিসিবিতে আসছেন সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তাঁর বাংলাদেশে আসার খবর প্রকাশ হয়েছে। এমনকি কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন কোচিং স্টাফে উডের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কথা বলেছেন। উডের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা নতুন নয়। ২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছিলেন।

টি-টোয়েন্টিতে টানা ৬ ম্যাচ হারার পর লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। এই সংস্করণে টানা চার ম্যাচ জিতেছেন লিটন-তানজিদ হাসান তামিমরা। শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারীরা ঝোড়ো ব্যাটিং করে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। টানা চার ম্যাচ জয়ের পর গত সপ্তাহে পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ। শ্রীলঙ্কা-পাকিস্তান—দুই দলের বিপক্ষেই ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ অনেক বেশি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে উডের অধীনে বিস্ফোরক ব্যাটিংটা যদি ভালোমতো রপ্ত করতে পারে, সেটা বাংলাদেশের দারুণ উপকারে আসবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button