ডেমরায় কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে মারধর, গ্রেপ্তার যুবক কারাগারে


রাজধানীর ডেমরায় এক নারীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মিলন (৩৫) নামে গ্রেপ্তার এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে ঢাকার চিফ মেট্রিপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই নির্দেশ দেন।
গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ডগাইর বাজার কারিমিয়া মসজিদ রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই এলাকার মো. শাহ আলমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় ডগাইর বাজার ছারওয়ার ভান্ডারির বাড়ির ভাড়াটিয়া মোছা. নুরীকে (৪০) মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে অভিযুক্ত মিলন ভিন্ন ঘটনা সাজিয়ে তার বাবা শাহ আলম (৬৫) ও বোন সুমিকে (৩৭) ক্ষিপ্ত করে একত্রে নুরীকে মারধর ও শ্লীলতাহানি করে। এ সময় তাকে বাঁচাতে বাড়িওয়ালার ছেলে মো. রাজু (৩৮) এগিয়ে এলে তাদের মধ্যে তুমুল বাগ্বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মিলন ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন রাজু। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার রাতেই ডেমরা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মিলন দীর্ঘদিন ধরেই ভুক্তভোগীকে খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুলাই সকালে নুরী ও রাজুকে মারধর করে। এদিকে গুরুতর আহত মো. রাজুকে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।