শিরোনাম

আল্লাহভীরু মুমিনের জন্য ৭ সুসংবাদ

আল্লাহভীরু মুমিনের জন্য ৭ সুসংবাদ

পবিত্র কোরআনে মুমিনের যেসব গুণের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে, তার অন্যতম একটি তাকওয়া। তাকওয়া একজন সফল মুমিনের অন্যতম একটি গুণ। পবিত্র কোরআনে তাকওয়া অবলম্বনকারীদের জন্য দুনিয়া ও আখেরাতে বহুবিধ উপকারের কথা বর্ণিত হয়েছে। নিম্নে কয়েকটি উপকারের কথা তুলে ধরা হলো—

এক. গুনাহ মাফ হয়: পবিত্র কোরআনে এসেছে, ‘যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাঁর পাপরাশি মার্জনা করবেন এবং তাকে দিবেন মহাপুরুষ্কার।’ (সুরা তালাক: ৫)

দুই. জীবনযাপন সহজ হয়ে যায়: পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার কাজসমূহ সহজে সমাধান করে দেন।’ (সুরা তালাক: ৪)

তিন. আল্লাহর সান্নিধ্য লাভ হয়: পবিত্র কোরআনের বাণী, ‘আর আল্লাহকে ভয় করে চলো এবং জেনে রেখ, আল্লাহ তাদেরই সঙ্গে থাকেন, যারা (নিজেদের অন্তরে তাঁর) ভয় রাখে।’ (সুরা বাকারা: ১৯৪)

চার. জান্নাত লাভ হয়: আল্লাহ তাআলা বলেন, ‘এবং নিজ প্রতিপালকের পক্ষ হতে মাগফেরাত ও সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হও, যার প্রশস্ততা আকাশমন্ডল ও পৃথিবীতুল্য। তা সেই মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে।’ (সুরা আলে ইমরান: ১৩৩)

পাঁচ. বরকতপূর্ণ রিজিক লাভ: পবিত্র কোরআনে এসেছে, ‘যদি সে সকল জনপদবাসী ইমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবী থেকে কল্যাণ ধারা মুক্ত করে দিতাম। কিন্তু তারা (সত্য) প্রত্যাখ্যান করল। সুতরাং তারা ক্রমাগত যা করে যাচ্ছিল, ফলে তার পরিণামে আমি তাদেরকে পাকড়াও করি।’ (সুরা আরাফ: ৯৬)

ছয়. শয়তান থেকে হেফাজত: আল্লাহ তাআলা বলেন, ‘যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে যখন শয়তানের পক্ষ হতে কোনও কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা (আল্লাহকে) স্মরণ করে। ফলে তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়।’ (সুরা আরাফ: ২০১)

সাত. নিরাপত্তা লাভ হয়: আল্লাহ তাআলার বাণী, ‘তোমরা সবর ও তাকওয়া অবলম্বন করলে, তাদের চক্রান্ত তোমাদের কোন ক্ষতি সাধন করতে পারবে না। তারা যা-কিছু করছে, তা সবই আল্লাহর (জ্ঞান ও শক্তির) আওতাভুক্ত।’ (সুরা আলে ইমরান: ১২০)

লেখক: শিক্ষক ও মুহাদ্দিস



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button