শৈলকুপায় দেশি-বিদেশি অস্ত্র-সরঞ্জাম উদ্ধার, আটক ১


শৈলকুপায় দেশি-বিদেশি অস্ত্র-সরঞ্জাম উদ্ধার, আটক ১
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৫: ৫০
অস্ত্রসহ আটক রফিকুল। ছবি: আজকের পত্রিকা
ঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার দেবীনগর গ্রাম থেকে অস্ত্রসহ তাঁকে আটক করা হয়।
রফিকুল ইসলাম দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় শৈলকুপা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে একটি দল। ঘণ্টাব্যাপী এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, পাঁচটি রামদা, হাতুড়িসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র। আটক রফিকুল ইসলামকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, শৈলকুপা সেনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে। রাতেই তাঁকে শৈলকুপা থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।