শিরোনাম
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: পার্লামেন্টে জয়শঙ্করআগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠিকঙ্গো-রুয়ান্ডার শান্তি চুক্তির ফাঁকে খনিজ সম্পদ লুটের ধান্ধায় ট্রাম্পফারাজ করিমের ঘরের দরজায় ঝুলছে দুদকের নোটিশমুক্তিপণ নেওয়ার পরও ৩৫ জিম্মিকে হত্যা করল অপহরণকারীরাওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, দ্রুত সমাধান চাইলেন মোতোয়ালিরাসুন্দরগঞ্জে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দগণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজিরা আবার রাজপথে নামবে: মঞ্জুইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিতসাদিক খান ঘৃণ্য লোক, ভয়াবহ কাজ করছেন: ট্রাম্প

সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না: নাহিদ

সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ–অভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যারা নির্বাচন নির্বাচন করছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরও চার বছর অপেক্ষা করতে হতো। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না।’

আজ সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় নাহিদ এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘সংস্কার ও নতুন সংবিধান আমাদের গণ–অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন ও বিচারব্যবস্থা দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচারব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।’  

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের জাতীয় সংসদটাকে দুভাগে ভাগ করতে হবে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। যাতে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। শুধু প্রধানমন্ত্রীর কাছে একক ক্ষমতা থাকবে না। সরকারে যারা থাকবেন, তাঁদের কাছেও ক্ষমতা থাকবে। সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষ এখনো ঐকমত্য হয়নি। যার ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে।’

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানসহ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা-উপজেলা শাখার নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

নাহিদ বলেন, নদীভাঙন, নদী দখল থেকে শুরু করে জামালপুরে শত শত সমস্যা রয়েছে। বিগত দিনে যাঁরা জনপ্রতিনিধি ছিলেন, ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি ছিলেন, তাঁরা জামালপুরবাসীর পক্ষে কাজ করেননি।

এনসিপির আহ্বায়ক বলেন, সমগ্র বাংলাদেশে ঐকমত্য কমিশন সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করেছে।

এর আগে সকালে জেলা পরিষদ ডাকবাংলোয় জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহরের হরিজন সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button