শিরোনাম
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: পার্লামেন্টে জয়শঙ্করআগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠিকঙ্গো-রুয়ান্ডার শান্তি চুক্তির ফাঁকে খনিজ সম্পদ লুটের ধান্ধায় ট্রাম্পফারাজ করিমের ঘরের দরজায় ঝুলছে দুদকের নোটিশমুক্তিপণ নেওয়ার পরও ৩৫ জিম্মিকে হত্যা করল অপহরণকারীরাওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, দ্রুত সমাধান চাইলেন মোতোয়ালিরাসুন্দরগঞ্জে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দগণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজিরা আবার রাজপথে নামবে: মঞ্জুইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিতসাদিক খান ঘৃণ্য লোক, ভয়াবহ কাজ করছেন: ট্রাম্প

আয়-ব্যয়ের হিসাব নিয়ে ইসিতে গণঅধিকার পরিষদ, ১ বছরে আয় ৪৬ লাখ টাকা

আয়-ব্যয়ের হিসাব নিয়ে ইসিতে গণঅধিকার পরিষদ, ১ বছরে আয় ৪৬ লাখ টাকা

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাওয়ার পর প্রথমবার আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

পরে তিনি সাংবাদিকদের জানান, ২০২৪ সালে গণঅধিকার পরিষদের আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। আর ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। দলটির উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।

সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে রাশেদ খান আরও বলেন, বাংলাদেশের বিগত তিনটি নির্বাচন জাতির জন্য লজ্জাজনক ছিল। এখন সরকারের দায়িত্ব জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, এই দুই দলের নিবন্ধন স্থগিত করতে আমরা সিইসিকে চিঠি দিয়েছিলাম। সিইসিকে আমরা এই বিষয়ে জিজ্ঞেস করেছি। সিইসি বলেছেন, এই বিষয়ে কমিশনের করার কিছু নেই। সরকার আওয়ামী লীগের মতো তাদেরও নিষিদ্ধ করলে তখন ইসি ব্যবস্থা নিতে পারবে।

রাশেদ খান আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতারা যাতে স্বতন্ত্রভাবে অংশ নিতে না পারে সে বিষয়েও ইসিকে বলেছি। সিইসি বলেছেন, যাঁরা দলটির পদে ছিলেন তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রাশেদ খান বলেন, ইনক্লুসিভ নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ নয়। সকল মানুষ ভোট দিলেই ইনক্লুসিভ হবে। আওয়ামী লীগ ও তার সহযোগীরা যেন নির্বাচনে দাঁড়াতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

আজ সোমবার বাংলাদেশ খেলাফত আন্দোলনও ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, দলটি ২০২৪ সালে ৩১ লাখ ৫৫ হাজার ৬৫৬ টাকা আয় করেছে। আর ব্যয় হয়েছে ৩১ লাখ ১৪ হাজার ৩০৮ টাক। দলটির উদ্বৃত্ত রয়েছে ৩৮ হাজার ৩৪৮ টাকা।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button