শিরোনাম

ফরেন সার্ভিস একাডেমিতে বেজে উঠল ফায়ার অ্যালার্ম, সংলাপ সাময়িক স্থগিত

ফরেন সার্ভিস একাডেমিতে বেজে উঠল ফায়ার অ্যালার্ম, সংলাপ সাময়িক স্থগিত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের শাপলা হলে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের সংলাপ। আজ সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সংলাপ চলাকালে হঠাৎ বেজে উঠে ফায়ার অ্যালার্ম।

সংলাপে অংশ নেওয়া সকলে উৎকণ্ঠিত হয়ে পড়েন। অ্যালার্ম বাজার কিছুক্ষণ পর সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বেলা ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদের কিছু সময়ের জন্য বের হতে হবে। এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।

ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের ঘটনার কারণ খুঁজতে দেখা গেছে। ফরেন সার্ভিস একাডেমির সংশ্লিষ্ট একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে মূল ভবনের তিনতলায় কেউ ধূমপান করেছেন। সেটার ধোঁয়ার কারণে ফায়ার এলাম বেজে উঠেছে।’

এ সময় নেতারা মূল ভবন ছেড়ে বের হয়ে যান। তবে ১২টা ২৫ মিনিটের দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়ে যায়।

পরে ১২টা ৪৫ মিনিটের দিকে আবারও সংলাপ শুরু হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button