শিরোনাম

বন্ধুদের আড্ডা জমিয়ে দেবে মাশরুম পাকোড়া

বন্ধুদের আড্ডা জমিয়ে দেবে মাশরুম পাকোড়া

ছুটির আড্ডায় বন্ধুদের বাড়িতে ডাকছেন? তাহলে স্ন্যাকস হিসেবে পাকোড়া রাখতেই পারেন। আপনাদের জন্য মাশরুম পাকোড়ার রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (কুকিং) ও সেরা রাঁধুনী ১৪২৯ এর পঞ্চম স্থান অধিকারী আলভী রহমান শোভন।

উপকরণ

বোলেটস মাশরুম ২৫০ গ্রাম, বেসন ১০০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, চাট মসলা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

প্রণালি

একটি বাটিতে বেসন, কর্নফ্লাওয়ার, মরিচগুঁড়া, জিরাগুঁড়া, চাট মসলা এবং স্বাদমতো লবণ ও পানি দিয়ে ঘন গোলা তৈরি করুন। প্যানে মাঝারি আঁচে তেল গরম করে মাশরুমগুলো গোলায় চুবিয়ে বাদামি করে ভেজে তুলুন। সস দিয়ে পরিবেশন করুন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button