শিরোনাম

মানিকছড়িতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানিকছড়িতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আনাস বাটনাতলীর বাসিন্দা আবু আহম্মেদের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে আনাসকে বাড়ির উঠানে রেখে গৃহস্থালির কাজ করছিলেন তার মা। আনাস পানিভর্তি বালতিতে পড়ে ডুবে গেলেও তার মা বা অন্য কেউ খেয়াল করেননি। একপর্যায়ে তাকে বালতিতে দেখতে পান স্বজনেরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button