শিরোনাম

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৪ জন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৪ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬৪ জন।

আজ শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের এ পর্যন্ত ১৭ হাজার ৪১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭৮৯ জন। আর চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭০ জন মারা গেছে।

এর মধ্যে ৪৭ দশমিক এক শতাংশ নারী ও ৫২ দশমিক নয় শতাংশ পুরুষ রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button