শিরোনাম

স্থানীয় কোচদের যে বার্তা দিলেন বিসিবি সভাপতি

স্থানীয় কোচদের যে বার্তা দিলেন বিসিবি সভাপতি

Ajker Patrika

স্থানীয় কোচদের যে বার্তা দিলেন বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৯: ৩৫

Photo

কর্মশালায় স্থানীয় কোচদের সঙ্গে শিক্ষা ও উন্নয়নমূলক আলোচনা করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ফেসবুক

বাংলাদেশের ক্রিকেটে প্রায়ই পাইপলাইনে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতির অভিযোগ ওঠে। জাতীয় দলের পারফরম্যান্সেও যার প্রভাব পড়ে। অথচ বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), বাংলা টাইগার্স ও বয়সভিত্তিক বিভিন্ন দলে এখন সাবেক ক্রিকেটাররাই কোচের দায়িত্বে আছেন। বছরজুড়ে চলে নানা ট্রেনিং প্রোগ্রাম। তবু জাতীয় পর্যায়ে সেই প্রত্যাশিত ফল মিলছে না।

এই অবস্থার পরিবর্তনে স্থানীয় কোচদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটাতে উদ্যোগ নিয়েছে বিসিবি। গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে মিরপুরে চলছে বিশেষ কর্মশালা। অংশ নেন এইচপি ও বাংলা টাইগার্সে যুক্ত স্থানীয় কোচরা। কর্মশালায় তাঁদের সঙ্গে শিক্ষা ও উন্নয়নমূলক আলোচনা করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ওয়ার্কশপ শেষে এইচপির পেস বোলিং কোচ তারেক আজিজ বলেন, ‘ক্রিকেটারদের মান উন্নয়নে আমাদের করণীয় কী হতে পারে, তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়েছে। হাবিবুল বাশারের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছে, যারা এসব বিষয় পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে। জেলা ও বিভাগীয় পর্যায়ে দ্রুত কোচদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button