শিরোনাম

৫ পরিবর্তন নিয়ে পাকিস্তানকে ধবলধোলাই করতে নামল বাংলাদেশ

৫ পরিবর্তন নিয়ে পাকিস্তানকে ধবলধোলাই করতে নামল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেলেই ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করবে স্বাগতিকেরা।

শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। বিশ্রামে দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। তাঁদের জায়গায় ফিরেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

২০২৩ সালের জুলাইয়ের পর এই প্রথমবার বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম।

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button