শিরোনাম
গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও পুনর্বাসনের আহ্বান আসকেরঅন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, শাশুড়ি ও সৎছেলে আটক‘কালো’ বলে খোঁটা দিতেন শাশুড়ি, গৃহবধূর রহস্যজনক মৃত্যুমাদারীপুরে ৮ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতিপিরোজপুরের ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা‘আমাদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে’, আদালতকে অধ্যাপক কার্জনগোলটেবিল আলোচনায় বক্তা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দাঔপনিবেশিক যুগে হত্যা করা আফ্রিকান রাজার খুলি ফিরিয়ে দিল ফ্রান্স‘আদালতের প্রতি আস্থা নেই’, তাই জামিন চাননি লতিফ সিদ্দিকীনানা আয়োজনে আবৃত্তি সংসদ কুমিল্লার ৩৩ বর্ষপূর্তি উদ্‌যাপন

ব্র্যাড পিটের বাড়িতে লুটপাট

ব্র্যাড পিটের বাড়িতে লুটপাট

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে হানা দিয়ে লুটপাট করেছে একদল চোর। লস ফেলিজ এলাকায় অবস্থিত বাড়িটিতে গত বুধবার (২৫ জুন) গভীর রাতে তিনজন চোর একটি সামনের জানালা দিয়ে প্রবেশ করে এবং পুরো বাড়িটি তছনছ করে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে বাড়িটির মালিকানা নিশ্চিত করেনি, তবে সংশ্লিষ্ট ঠিকানাটি ব্র্যাড পিট ২০২৩ সালে কেনা একটি বাড়ির সঙ্গেই মিলে গেছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে তিনজন চোর বাড়িতে ঢুকে পড়ে। তারা কী চুরি করেছে, তা এখনো পরিষ্কার নয়। পুলিশ চুরি হওয়া জিনিসগুলোর আর্থিক মূল্যও এখনো জানায়নি।

অভিনেতা ব্র্যাড পিট চুরির সময় বাড়িতে ছিলেন না। নতুন সিনেমা এফ১-এর লন্ডন প্রিমিয়ারে অংশ নিতে তিনি যুক্তরাজ্যে আছেন। তাঁর সঙ্গে আরও আছেন টম ক্রুজ এবং সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন।

তিন শয়নকক্ষবিশিষ্ট বিশাল এই বাড়িটি গ্রিফিথ পার্কের ঠিক বাইরে অবস্থিত। এটি একটি উঁচু প্রাচীর ও ঘন গাছপালায় আচ্ছাদিত। ফলে বাড়িটি জনসাধারণের দৃষ্টিগোচর হয় না।

ব্র্যাড পিটের এই বাড়িতে চুরির ঘটনা লস অ্যাঞ্জেলেসে সেলিব্রিটিদের লক্ষ্য করে ঘটতে থাকা অপরাধের সর্বশেষ সংযোজন। এর আগে নিকোল কিডম্যান ও কিথ আরবানও অনুরূপ ঘটনার শিকার হন।

গত মাসেও পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের বাড়িতে একজন ব্যক্তি গাড়ি চালিয়ে গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন। পরে তাকে স্টকিং ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ব্র্যাড পিটের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে এবং চোরদের শনাক্ত করার চেষ্টা করছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button