শিরোনাম
সড়ক ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটি ফাউন্ডেশনের তিন ধাপের ১৮ প্রস্তাবখসড়া ভোটার তালিকায় প্রায় ৪৬ লাখ নতুন ভোটারজিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়, হতে পারে ৫ বছরের জেলবরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৬ জন১৮ বছরের সাজাপ্রাপ্ত বাউফলের যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তারব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫ বছর ধরে ‘চিফ মাউজারের’ দায়িত্ব পালন করছে যে বিড়ালসাকিব-নারাইনদের ছাপিয়ে নিজেকেই সেরা মানছেন রশিদ খান৬ পদে নিয়োগে ৪০ লাখ টাকার বাণিজ্যতারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক শিপুস্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ

মিরাজকে ছাড়াই খেলতে হচ্ছে, ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরাজকে ছাড়াই খেলতে হচ্ছে, ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা ছিল গত কয়েক দিন ধরেই। কারণ, লঙ্কায় যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত শঙ্কাটাই হলো সত্যি। গলে আজ শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তাঁর।

গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে থাকছেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাসদের মতো অভিজ্ঞদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক। স্পিন আক্রমণে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে থাকছেন নাঈম হাসান। আর পেস বোলিং লাইনআপে আছেন হাসান মাহমুদ ও গতিতারকা নাহিদ রানা

শ্রীলঙ্কার আজ দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। ব্যাটার লাহিরু উদারার সঙ্গে দু্ই হাতে বোলিং করা স্পিনার থারিন্দু রত্নায়েকে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন। ব্যাটিং লাইনআপে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞরা আছেন। ম্যাথুস তাঁর ক্যারিয়ারের টেস্ট ম্যাচ খেলতে নামছেন এই ম্যাচে।

স্পিন আক্রমণে থারিন্দুর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার প্রবাত জয়সুরিয়া ও কামিন্দু মেন্ডিস। কামিন্দু টেস্টে অভিষেকের পর থেকে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন। তিনিও দুই হাতে বোলিং করতে পারেন। পেস বোলিং আক্রমণে আসিথা ফার্নান্দোর সঙ্গে থাকছেন মিলান রত্নায়েকে।

বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা

শ্রীলঙ্কার একাদশ

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button