শিরোনাম
নামে-বেনামে অভিযোগে বেকায়দায় লামা বন বিভাগ!সরকারি ওষুধ বাইরে বিক্রিসহ ধরা পড়ল ৭ ধরনের অনিয়মপান্থকুঞ্জ ও হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞামানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠায় জনমনে বিভ্রান্তি; প্রশাসনের মতবিনিময় সভাইবিতে সভা-সমাবেশের জন্য অনুমতি নিতে হবে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি যুক্ত হলো ভি সিরিজে  পঞ্চগড়ে ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠা, গণিত শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডবিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়: সেলিমা রহমানগাজীপুরে বসত বাড়ি থেকে অজগর উদ্ধার: জাতীয় উদ্যানের অবমুক্তহাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম
ক্যাম্পাস

ডাকসুতে জিতেই দিলেন ফোন নম্বর, জানাতে বললেন যেকোনো সমস্যা

ডাকসুতে জিতেই দিলেন ফোন নম্বর, জানাতে বললেন যেকোনো সমস্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম এম আল মিনহাজ। ফলাফল ঘোষণার পর অধিকাংশ প্রার্থী ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানালেও মিনহাজ দিয়েছেন ব্যতিক্রমী বার্তা।

নিজের বিজয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে তিনি দিয়েছেন নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর। বলেছেন, যেকোনো সমস্যা বা পরামর্শ সরাসরি জানাতে।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একটি পোস্টে এই আহ্বান জানান মিনহাজ। সেখানে তিনি লিখেন, মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। একদিকে বিজয়ের আনন্দ, অন্যদিকে দায়িত্বের আমানতের ভার।

তিনি জানান, প্রতিদ্বন্দ্বী ১৪ জন প্রার্থী এবং প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর প্রতি তার কৃতজ্ঞতা রয়েছে। সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন তিনি।

পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ খাতে কিছু স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের ইচ্ছা রয়েছে তার। এজন্য তিনি চাইছেন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ।

মিনহাজ লিখেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করবো। প্রয়োজনে আপনাদের সঙ্গে নিয়ে আন্দোলন করে হলেও ন্যায্য অধিকার নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।

নির্বাচনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি লিখেন, এটি ছিল ভিন্ন রকমের অভিজ্ঞতা। অসংখ্য মানুষ তাকে নানাভাবে সহযোগিতা করেছেন। সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে মিনহাজ লিখেন, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কী কী করা উচিত, সে বিষয়ে আপনাদের পরামর্শ চাই। ইশতেহারের বাইরেও কোন কাজগুলো অগ্রাধিকার পাওয়া উচিত, দয়া করে জানাবেন।

নিজের সীমাবদ্ধতার কথা অকপটে স্বীকার করে তিনি বলেন, আমার দুর্বলতা আছে, কিন্তু আপনারাই আমার শক্তি। কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় জানাবেন।

শেষে তিনি নিজের মোবাইল নম্বর প্রকাশ করে লিখেন, যোগাযোগ করবেন—০১৯১৪৮০৩৮৯৫।

ডাকসু নির্বাচনে বিজয়ের পর একজন প্রতিনিধি সরাসরি নিজের ফোন নম্বর দিয়ে শিক্ষার্থীদের কথা শোনার আহ্বান জানানোর ঘটনা সচরাচর দেখা যায় না। ফলে মিনহাজের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

নেতৃত্বে স্বচ্ছতা, সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতার এই বার্তা নতুন নির্বাচিত প্রতিনিধিদের জন্য একটি ভিন্ন উদাহরণ হয়ে রইল।



বাঁধন/সিইচা/সাএ



ক্রাইম জোন ২৪

আরও দেখান
Back to top button