শিরোনাম
এক বছরেও সন্ধান মেলেনি শাহে আলমের, অসহায় পরিবারনিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ নিতে নামবে জিম্বাবুয়ে, খেলা দেখবেন কোথায়উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা, সচিবালয়ে কঠোর নিরাপত্তাবাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় কলকাতায় স্টেডিয়ামে প্রতিবাদী ব্যানার টাঙাল ইস্টবেঙ্গলের সমর্থকেরাযেসব আমলে সংসারে শান্তি আসেট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্রে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপলরামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলগাজায় তীব্র রক্তসংকট, বাড়ছে ইসরায়েলি হামলা ও অনাহারে মৃত্যুর সংখ্যামাদারীপুরে ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুরলৌহজংয়ে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত কিশোর

চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত কিশোর

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদের ছিটকে পড়ে এক কিশোর (১৩) গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৯টায় উপজেলার পৌরসদরের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী ট্রেনটি পৌরসদরের শেখপাড়া এলাকা অতিক্রমকালে ছাদের উপরে ওই কিশোর দৌড়ে এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করে। এই সময় সে নিচে ছিটকে পড়ে এবং ট্রেনের নিচে তার ডান পা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আহমদ হোসেন জানান, তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button