শিরোনাম
নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধভারতের অর্থনীতি মৃত—ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিল তাঁর দেশের সব এআইভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—সুপ্রিম কোর্টের সতর্কবার্তাযুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএগুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জানে আলম অপু রিমান্ডেমাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতাকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ময়মনসিংহে ধর্ষণ মামলায় ২ আসামি গ্রেপ্তারবাংলাদেশি মডেল শান্তা ভারতে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না খতিয়ে দেখছে কলকাতা পুলিশসম্প্রচার প্রতিষ্ঠান ভারতীয়, পাকিস্তানে এশিয়া কাপ দেখা নিয়ে শঙ্কা

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের ‘লজ্জাজনক’ রেকর্ডটি এখন এক আইরিশের

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের ‘লজ্জাজনক’ রেকর্ডটি এখন এক আইরিশের

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ম্যাচের প্রত্যেকটিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬-০ তে হারের ক্ষোভ ঝারতে উইন্ডিজ বেছে নিয়েছে আয়ারল্যান্ডকে। উইন্ডিজের তাণ্ডব চালানোর দিনে আইরিশ এক বোলারের ‘লজ্জাজনক’ রেকর্ডে নাম উঠে গেল।

ব্রেডিতে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে একটা বলও মাঠে গড়াতে পারেনি। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি তাই হয়ে যায় সিরিজ নির্ধারণী। ব্রেডিতে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড়সম স্কোর গড়েছে। যেখানে আয়ারল্যান্ডের লিয়াম ম্যাকার্থি ৪ ওভারে খরচ করেন ৮১ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে বিব্রতকর এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবটের। ২০১৫ সালে জোহানেসবার্গে ক্যারিবীয়দের বিপক্ষে ৪ ওভারে ৬৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন অ্যাবট। ২৩২ রানের লক্ষ্য তাড়া করে উইন্ডিজ জিতেছিল প্রোটিয়া বোলার অ্যাবটের খরুচে বোলিংয়ের সৌজন্যেই।

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ বড় রানের ভিত্তি পেয়ে যায় উদ্বোধনী জুটিতেই। দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও এভিন লুইস ৬৪ বলে ১২২ রানের জুটি গড়েন। এই উদ্বোধনী জুটির ৪৫ রানই এসেছে ম্যাকার্থির ওভার থেকে। ক্যারিবীয় ওপেনারদের তাণ্ডব চালানোর সময় ২ ওভার বোলিং করেন আইরিশ পেসার। নিজের সবশেষ দুই ওভারেই ১৮ রান করে দেন ম্যাকার্থি। সব মিলিয়ে হিসেব করলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিং করেছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডটি করেছেন গাম্বিয়ার মুসা জোবারতেহ। জিম্বাবুয়ের বিপক্ষে নাইরোবিতে ৪ ওভারে ৯৩ রান খরচ করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকার আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচটিতে কোনো উইকেট অবশ্য জোবারতেহ নিতে পারেননি।

ম্যাকার্থির খরুচে বোলিংয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের লুইস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ৪৪ বলে ৭ চার ও ৮ ছক্কায়

৯১ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ৬২ রানে জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন লুইস। ২৫৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রানে আটকে যায় আইরিশরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতে যায় ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং

দল ওভার রান উইকেট সাল

লিয়াম ম্যাকার্থি আয়ারল্যান্ড ৪ ৮১ ০ ২০২৫

কাইল অ্যাবট দক্ষিণ আফ্রিকা ৪ ৬৮ ১ ২০১৫

সিসান্দা মাগালা দক্ষিণ আফ্রিকা ৪ ৬৭ ০ ২০২৩

অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ৪ ৬৫ ১ ২০২৪

রুবেল হোসেন বাংলাদেশ ৪ ৬৩ ২ ২০১২

ব্রাইডন কার্স ইংল্যান্ড ৪ ৬৩ ১ ২০২৫



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button