আধুনিক বরিশালের স্থপতি শওকত হোসেন হিরনকে স্মরণ করছে নগরবাসী


ক্রাইম জোন ২৪।। সাবেক মেয়র ও আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের আজ ১১তম মৃত্যুবার্ষিকী।
২০১৪ সালের এই দিনে, ৯ এপ্রিল, বরিশালের জনপ্রিয় রাজনীতিক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।
তিনি শুধু একজন জনপ্রতিনিধিই ছিলেন না, আধুনিক বরিশালের রূপকার হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে আজও নগরবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তাকে।
২০১৪ সালের ২২ মার্চ বরিশাল ক্লাব মিলনায়তনে একটি অনুষ্ঠানে হঠাৎ পড়ে গিয়ে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ২৪ মার্চ সিঙ্গাপুরে নেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ৪ এপ্রিল তাকে ঢাকায় ফিরিয়ে এনে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে ৯ এপ্রিল সকাল ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১১ এপ্রিল বেলস পার্ক মাঠে নামাজে জানাজা শেষে বরিশাল শহরের মুসলিম গোরস্থানে মায়ের কবরের পাশে শায়িত করা হয় শওকত হোসেন হিরনকে।
শওকত হোসেন হিরনের জন্ম ১৯৫৬ সালের ১৫ অক্টোবর বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার নানা বাড়িতে। লেখাপড়ার সুবাদে শৈশব থেকেই বরিশালেই বড় হন।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন তিনি। মেয়র থাকাকালীন সময়ে বরিশাল শহরের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড তাকে নগরবাসীর হৃদয়ে স্থায়ী জায়গা করে দেয়।
তার মৃত্যুবার্ষিকীতে আজ বরিশালে বিভিন্ন সংগঠন, দল ও পরিবারিক উদ্যোগে দোয়া মাহফিল, কোরআন খতম ও স্মরণসভা আয়োজন করা হয়েছে।