ঈদ উপলক্ষে বাটাজোর শাহী ৯৯ পার্কে পর্যটকের ঢল
বরিশাল-ঢাকা মহাসড়কে যানজট


আল ইসলাম হোসেন বাপ্পি ।। ঈদের ছুটিতে বিনোদনপ্রেমীদের ভিড়ে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর শাহী ৯৯ পার্কে উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে করে বরিশাল-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল থেকেই পার্কটিতে হাজারো দর্শনার্থীর ঢল নামে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের গাড়ির চাপের কারণে মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন।
স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে পার্কটিতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন উপভোগ করতে আসেন বহু মানুষ। তবে অতিরিক্ত ভিড় ও যানজটের কারণে অনেকেই ভোগান্তিতে পড়েছেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পর্যটকদের সুবিধার্থে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।