বরিশালের বিএনপিকে নিয়ে চলছে গভীর ষড়যন্ত্


দীর্ঘ ১৭ বছরের নির্যাতন নিপীড়ন সহ্য করে বাংলা সাধারণ মানুষকে স্বৈরাচারের থেকে গত ৫ই আগস্ট জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তি এনে দিলেও নিজেরাই মুক্তি পায়নি স্বৈরাচারদের হাত থেকে।এর মূল কারণ আওয়ামী লীগের অনেক এজেন্ট অনুপ্রবেশ করছে বিএনপির মধ্যে। এবং অনুপ্রবেশ করে এজেন্ডা বাস্তবায়ন করছে আওয়ামী লীগের।
যার কারনে এত আত্মত্যাগের পরেও দিনে দিনে বদনামের দায়ভার এসে পড়ছে বিএনপির কাধে।এর মূল কারণই হল আওয়ামী লীগ থেকে আগত বর্তমানে বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের এজেন্টরা। এমনই এক আওয়ামী লীগ এজেন্টের জন্য বিপাকে পড়েছেন ১৮ নং ওয়ার্ড বিএনপি ও বরিশালের বিএনপি কর্মীরা। মোঃ জিয়াউল হক মাসুম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের আস্থাভাজন সহচর তিনি। এছাড়াও শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন সেরনিয়াবাতের বিশ্বস্ত হাতিয়ার এই আওয়ামী লীগ নেতা।
যার কাঁধে ভর করে জাহাঙ্গীর কবির নানক ও খোকন সেরনিয়াবাত আওয়ামী লীগের স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছে বরিশাল শহরে। আওয়ামী লীগের প্রভাব বিস্তারকারী এই নেতা মোঃ জিয়াউল হক মাসুম বর্তমানে সাজতে চাচ্ছেন বিএনপি’র কর্মী। বিএনপির সাধারণ কর্মীদের দাবি এই সকল আওয়ামী লীগের এজেন্টদের কারণেই বর্তমানে বদনাম হচ্ছে বিএনপি’র। এবং বিএনপিতে প্রবেশ করে চালাতে চাচ্ছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার গভীর ষড়যন্ত্র।দীর্ঘ ১৭ বছর যে আওয়ামী লীগ তাদের উপর অত্যাচার চালিয়েছে তারা যদি এখন আবার বিএনপিতে প্রবেশ করতে পারে তবে খুব শীঘ্রই কালো আঁধার নেমে আসবে বিএনপির উপরে।এ সকল আওয়ামী লীগ এজেন্টদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে অচিরেই ক্ষতির মুখে পড়বে বিএনপি। এবং দিনে দিনে বাড়তে থাকবে এই সু সংগঠিত দল বিএনপির বদনাম।