ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি


ক্রাইম জোন ২৪।। উজিরপুরে ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ইউনুস হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর সাকরাল গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রী ধর্ষণের অভিযোগে ইউনুস হাওলাদারের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবলীগ নেতা মো. ইউনুস হাওলাদার ওরফে বাবু (৩০) একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করছিলেন। ভুক্তভোগী নারী জানান, তার স্বামী ৯ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। এই সুযোগে ইউনুস বিভিন্ন ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে তাকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।
ভুক্তভোগী নারী বলেন, “আমি লোকলজ্জার ভয়ে এতদিন চুপ ছিলাম। কিন্তু কোনো উপায় না পেয়ে ২০২৪ সালের ২ জানুয়ারি বরিশাল আদালতে মামলা দায়ের করি। এরপর থেকেই ইউনুস ও তার পরিবারের সদস্যরা আমাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে, আমি মামলা না তুললে আমাকে হত্যা করে লাশ গুম করবে।”
এলাকাবাসীর অভিযোগ, ইউনুস তার বাবার মুক্তিযোদ্ধা পরিচয় ও রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “ইউনুস এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত ইউনুস হাওলাদার কোনো মন্তব্য করতে রাজি হননি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, “এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। আদালতের নির্দেশনা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী নারী ও স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযুক্ত ইউনুস হাওলাদারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।